January 8, 2026 12:45 PM

printer

এনডিএ সরকারের বিনিয়োগ নীতির কারণেই, দেশের সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিএ সরকারের বিনিয়োগ নীতির কারণেইদেশের সংস্কারের ধারা ক্রমশ গতি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারসমৃদ্ধ ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে বলেও তিনি জানান। গত অর্থবছরের ৬.৫ শতাংশের তুলনায় চলতি অর্থবছরে দেশের জিডিপি ৭.৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। চাহিদা-ভিত্তিতে বিনিয়োগের নীতিগত পদক্ষেপ গ্রহণের ফলেই এই বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।  প্রথম অগ্রিম অনুমান অনুযায়ীচলতি অর্থবছরে প্রকৃত জিডিপি দাঁড়াবে ২০১ লক্ষ কোটি টাকার বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই অঙ্ক ছিল প্রায় ১৮৭ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান ও কর্মসূচি রুপায়ন মন্ত্রক জানিয়েছেপরিষেবা ক্ষেত্রের শক্তিশালী বৃদ্ধি এর অন্যতম কারণ। বাণিজ্যহোটেলপরিবহনযোগাযোগ ও সম্প্রচার-সংক্রান্ত পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধিহার ৭ দশমিক ৫ শতাংশ থাকবে বলে অনুমান করা হয়েছে। অন্যদিকেউৎপাদন এবং নির্মাণক্ষেত্রে ৭ শতাংশকৃষিক্ষেত্রে ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেতে পারে।  কেন্দ্রীয় বাজেটে ঘোষিত আয়কর ছাড় এবং পরবর্তী প্রজন্ম পণ্য ও পরিষেবা করজিএসটি হার কমানোর ফলে ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত ব্যক্তিগত চূড়ান্ত ভোগ ব্যয় (পিএফসিই) ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।