জাতীয় তদন্ত সংস্থা-̶ এনআইএ কুখ্যাত খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং সান্ধুকে গ্রেপ্তার করেছে। সান্ধু বাব্বর খালসার সন্ত্রাসবাদী এবং ২০১৬ সালে নভা জেল ভেঙে পালানো অপরাধী। এনআইএ বিবৃতিতে বলেছে যে খালিস্তানি ষড়যন্ত্র মামলায় বিহারের মতিহারি থেকে কাশ্মীর সিং গালওয়ারিকে গ্রেপ্তার করার পরেই এই সাফল্য আসে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রিন্দা সহ অন্যান্য কুখ্যাত খালিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে গালওয়ারি সক্রিয়ভাবে যুক্ত ছিল।
সংস্থাটি জানিয়েছে যে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং নেপালে রিন্দার জঙ্গি দলের সঙ্গে কাশ্মীর সিং এনআইএ মামলায় একজন ঘোষিত অপরাধী। খালিস্থানি ষড়যন্ত্রে জড়িত থাকা, জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং তহবিলের জোগান দিত কাশ্মীর সিং গালওয়ারি।