এথেন্সে মেয়েদের অনুর্ধ্ব ১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়ানশিপে ভারতের মেয়েরা দুটি সোনা, দুটি রূপো এবং একটি ব্রোঞ্জ সহ মোট ৫ টি পদক জয় করেছে। ভারতের এই ঐতিহাসিক অভিযান শুরু করেন রচনা। ৪৩ কেজি ফ্রি স্টাইল বিভাগে ভারতকে প্রথম সোনা এনে দেন তিনি। চীনের শিং হুয়াং-এর বিরুদ্ধে ৩-০-য় জয় পেয়েছেন রচনা। ৬৫ কেজি বিভাগে অশ্বিণী বিষ্ণোই, তাঁর উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৩-০-য় জয়লাভ কোরে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন।
৫৭ কেজি বিভাগে মণি রুপো পেয়েছেন। ৭৩ কেজি বিভাগে ভারতের হয়ে রূপো পেয়েছেন কাজল।
৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন কোমল ভার্মা।