মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 9, 2025 8:55 PM

printer

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরূদ্ধে ভারতের জয়ের দুই নায়ক শুভমন গিল ও আকাশ দীপ আইসিসি, র টেস্ট ক্রমতালিকায় অনেকটাই উঠে এসেছেন।

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরূদ্ধে ভারতের জয়ের দুই নায়ক শুভমন গিল ও আকাশ দীপ আইসিসি, র টেস্ট ক্রমতালিকায় অনেকটাই উঠে এসেছেন। ব্যাটারদের তালিকায় শুভমন ১৫ ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন।শুভমন ছাড়া প্রথম দশে আরো দুই ভারতীয় রয়েছেন। যশস্বী জয়সওয়াল চারে এবং ঋষভ পন্থ আটে আছেন। এদিকে জো রুটকে সরিয়ে ইংল্যান্ডেরই হ্যারি ব্রুক শীর্ষস্থানে উঠে এসেছেন।ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ ১৬ ধাপ উঠে ১০ নম্বরে রয়েছেন।সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিশতরানকারী দক্ষিণ আফ্রিকার উইয়ান মুন্ডা ৩৪ ধাপ উঠে ২২ নম্বরে পৌঁছেছেন।

বোলারদের ক্রমতালিকায় ভারতের জসপ্রীত বুমরা শীর্ষ স্থান ধরে রেখেছেন। আকাশ দীপ  ৩৯ ধাপ ধাপ উঠে ৪৫ নম্বরে পৌঁছেছেন। মহম্মদ সিরাজ ৬ ধাপ উঠে রয়েছেন ২২ নম্বরে।

টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও রবীন্দ্র জাডেজা নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন।  এই তালিকাতেও  মুল্ডা ১৫ থেকে তিন নম্বরে উঠে এসেছেন ।