মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 11:48 AM

printer

এজবাস্টনে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ৩ উইকেটে ৭২ রান করেছে।

এজবাস্টনে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ৩ উইকেটে ৭২ রান করেছে।  অলি পোপ ২৪ , হ্যারি ব্রুক ১৫ রানে অপরাজিত আছেন। ভারতের হয়ে আকাশ দীপ দুটি, মহম্মদ সিরাজ একটি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডকে পঞ্চম দিনে জয়ের জন্য আরো ৫৩৬ রান করতে হবে।

গতকাল চতুর্থ দিনে চা-পানের বিরতির পর ভারত ৬ উইকেটে ৪২৭ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল ১৬১ রান করেন। গিল সুনীল গাভাসকারের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে কোনো টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে দ্বিশতরান ও দ্বিতীয় ইনিংসে শতরান করার নজির গড়লেন। রবীন্দ্র জাদেজা ৬৯ রানে অপরাজিত থাকেন, ঋষভ পন্থ করেন ৬৫ রান। ইংল্যান্ডের হয়ে জশ টং ও শোয়েব বশির দুটি করে উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রান করেছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন