মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 2, 2025 2:21 PM

printer

এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ

চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তাঁর বিরুদ্ধে দায়ের করা এফ আই আর বাতিল করার আবেদন জানিয়ে বিচারপতি জয়সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছিলেন ওই সন্ন্যাসী। আজ এই মামলার শুনানি থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তা না করার আবেদন জানান তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য্য করেছেন। পাশাপাশি কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাক্ষীকে  পুলিশ হেনস্তা করছে এই দাবিতে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়রের অনুমতি চান এক আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্ত জানান এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।