December 8, 2025 11:45 AM

printer

এক ভারত শ্রেষ্ঠ ভারত- দৃষ্টিভঙ্গির পূর্ণ প্রকাশ ঘটেছে কাশী-তামিল সঙ্গমমে

এক ভারত শ্রেষ্ঠ ভারত- দৃষ্টিভঙ্গির পূর্ণ প্রকাশ ঘটেছে কাশী-তামিল সঙ্গমমে। উৎসবের চতুর্থ পর্যায়ের এই আয়োজনে গতকাল বারাণসীতে  তামিলনাড়ু থেকে আগত তামিল অতিথিদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়। পেশাদার সাংবাদিক ও লেখকদের এই দল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-বি এইচ ইউ এর বিভিন্ন অধ্যয়ন কেন্দ্র ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের শ্রী রণধীর সংস্কৃত বিদ্যালয়ের শিক্ষার্থিরা পুরুষসূক্ত মন্ত্র উচ্চারণ করে মঙ্গলাচরণ পরিবেশনের মাধ্যমে শিক্ষক প্রতিনিধিদের স্বাগত জানায়। পরে নমো ঘাটে কাশী ও তামিলনাড়ুর পরম্পরাগত সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গীত, নৃত্য ও বাদ্যের একটি উপস্থাপনা পরিবেশিত হয়। প্রতিনিধিদল কাশীর শংকরাচার্য্যের মঠ পরিদর্শন করে।