November 15, 2025 4:38 PM

printer

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস এবং ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী আজ কলকাতা রাজভবনে যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হয়

‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস এবং ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী আজ কলকাতা রাজভবনে যথাযথ মর্যাদায় উদ্‌যাপন করা হয় । উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানে  রাজ্যপাল সি ভি আনন্দ বোস, ভগবান বীরসা মুন্ডার প্রতি গভীর শ্রদ্ধা জানান। আদিবাসী সমাজের অধিকার রক্ষায় বীরসা মুন্ডার আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে।

 বীরসা মুন্ডার নামে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করে রাজ্যপাল বলেন, এর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মোট ২৫০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে।

     অনুষ্ঠানে ঝাড়খণ্ডের রাজ্যপাল শ্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার-এর একটি ভিডিও বার্তা সকলকে শোনানো হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।