এক দেশ এক নির্বাচন- ONOE, ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী মন্তব্য করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটির রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, লোকসভা এবং রাজ্য বিধানসভা গুলির নির্বাচন একসঙ্গে করলে প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে যা মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির ১ দশমিক ৬ শতাংশ।
গতকাল মুম্বাইতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী বলেন, এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় কমিটি সারাদেশে বিভিন্ন অংশীদারদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। দেশের নির্বাচনী ব্যবস্থায় ONOE-এর গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। সংসদীয় কমিটি গতকাল মহারাষ্ট্র সরকারের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। তারা বিভিন্ন রাজনৈতিক দল রিজার্ভ ব্যাংকের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন।