মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 11, 2025 9:11 PM

printer

‘এক জাতি, এক নির্বাচন’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির এক বৈঠক হয় নতুন দিল্লিতে

নতুন দিল্লিতে আজ ‘এক জাতি, এক নির্বাচন’ নিয়ে  যৌথ সংসদীয় কমিটির এক বৈঠক বসে। লোকসভার ২৭ জন সদস্য এবং রাজ্যসভার ১২ জন সদস্যকে নিয়ে গঠিত এই কমিটির সদস্যরা বৈঠকে ১২৯ তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রীয় অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪ নিয়ে মত বিনিময় করেন।

সংসদীয় বৈঠকে বিজেপি সাংসদ পি পি চৌধুরীর নেতৃত্বে আইনী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় ও বিচারপতি জগদীশ সিং খেহার কমিটির সামনে একই সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়ার সমস্যা নিয়ে নিজেদের বক্তব্য রাখেন। বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বধরা, সমাজবাদী দলের সাংসদ ধর্মেন্দ্র যাদব বৈঠকে অংশ নিয়েছেন।

দেশে একসঙ্গে নির্বাচনের ধারণাটি নতুন নয়। সংবিধান গৃহীত হওয়ার পর ১৯৫১ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এক সঙ্গেই সমস্ত রাজ্যের লোকসভা ও বিধানসভা নির্বাচন হয়েছে। যদিও ১৯৬৮ ও ৬৯ সালে বেশ কিছু রাজ্য বিধানসভা সময়ের আগে ভেঙে যাওয়ার কারণে একসঙ্গে নির্বাচন করা সম্ভব হয়নি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।