মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 10:06 AM

printer

এক আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গতকাল ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে বিপর্যস্ত রিয়াসী জেলার পরিস্থিতি পর্যালচনা করেছে।

এক আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গতকাল ভারী বৃষ্টি ও ভূমিধ্বসে বিপর্যস্ত রিয়াসী জেলার পরিস্থিতি পর্যালচনা করেছে। জরুরী পরিকাঠামোর পুনর্নির্মাণের ওপর গুরুত্ব আরোপ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী বিপর্যয় মোকাবিলা প্রস্তুতি আরো জোরদার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ NDMA-র যুগ্ম সচিব কর্নেল কীর্তি প্রতাপ সিং, এই দলের নেতৃত্বে ছিলেন। গতকাল উধমপুর এবং রিয়াসীর আগে গত বৃহস্পতিবার দলটি কাঠুয়া জেলায় যায়। ডোমেল – কাটরা জাতীয় সড়ক, ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত বালানি সেতু এবং কাটরা শনি মন্দিরের বিপর্যস্ত এলাকা সহ একাধিক জায়গা ঘুরে দেখেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শনের পাশাপাশি কথা বলেন কৃষকদের সঙ্গেও।

পরে, কাটরার স্পিরিচুয়াল গ্রোথ সেন্টারে আয়োজিত এক পর্যালচনা বৈঠকে রিয়াসীর ডেপুটি কমিশনার নিধি মালিক, প্রাণহানি এবং সম্পত্তিহানির বিস্তারিত রিপোর্ট পেশ করেন। চলতি ত্রাণ ও উদ্ধারকাজের প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, মাহোর, জামেসলান এবং সারহের ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন।

এদিকে, উধমপুরের বন্যা কবলিত দামোত পঞ্চায়েতে ভারতীয় বায়ু সেনা প্রায় ৬ টন ত্রাণ সহায়তা সরবরাহ করেছে। বায়ুসেনার হেলিকপ্টার দুর্গম ওই পঞ্চায়েতের একটি স্কুলের ছাদে ত্রাণ সামগ্রী নামিয়ে দেয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।