মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 19, 2025 9:43 PM

printer

একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রক, সারা দেশের ১শোটি আইকনিক পর্যটনস্থল এবং ৫০টির বেশী সাংস্কৃতিক স্থানে যোগচর্চার আয়োজন করেছে।

একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রক, সারা দেশের ১শোটি আইকনিক পর্যটনস্থল এবং ৫০টির বেশী সাংস্কৃতিক স্থানে যোগচর্চার আয়োজন করেছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাখাপত্তনমে আয়ুষমন্ত্রক আয়োজিত মূল কর্মসূচীর সঙ্গেই এই অনুষ্ঠান হবে।

এদিকে, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজস্থানের যোধপুরে মেহরানগড় কেল্লায় যোগ অনুশীলনে অংশ নেবেন।

যেসব বিশেষ স্থানে যোগ চর্চার আয়োজন করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউনেস্কো ওয়ার্লড হেরিটেজ অসমের চারাইদেও মাইদাম, গুজরাতের ধোলাভিরা এবং রানি কে ভাব, কর্নাটকের হাম্পি এবং পাত্তাদাকাল, মধ্যপ্রদেশের খাজুরাহো এবং সাঁচী স্তুপ, ওড়িসার কোনারক সূর্য মন্দির, মহারাষ্ট্রের এলিফ্যান্টা গুহা এবং তামিলনাড়ুর থাঞ্জাভুরের বৃহদিশ্বর মন্দির।