মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 21, 2025 9:42 PM

printer

একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতা আসছেন।

একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কলকাতা আসছেন। তাঁর এই সফরে তিনি ৫ হাজার ২শো কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে মেট্রো রেলের তিনটি নতুন রুটের সূচনা। এগুলি হল ইস্ট ওয়েস্ট মোট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা, গড়িয়া – বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রা শুরুর সংকেত দেওয়ার পর প্রধানমন্ত্রী নিজে নোয়াপাড়া বিমানবন্দর পথে সফর করবেন।

এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১ হাজার ২শো কোটি টাকা ব্যয়ে ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন। এর ফলে হাওড়া সহ গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরো সহজ হবে। সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন শ্রী মোদী।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

তাঁর এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।যশোহর রোড, ভিআইপি রোড,নাগেরবাজার, দমদম রোড এবং সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।  দুপুর থেকে  প্রধানমন্ত্রী দিল্লিগামী উড়ানে না   ওঠা পর্যন্ত সল্টলেক এবং দমদমের বিভিন্ন রাস্তাও  বন্ধ রাখা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে, উত্তর শহরতলি, উত্তর কলকাতা ও মধ্য কলকাতার কিছু অংশে যানজটের  আশঙ্কা থাকছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।