নির্বাচন কমিশন জানিয়েছে, তারা একই রকমের ভোটার সচিত্র পরিচয়পত্র নম্বর-ইপিআইসি সংক্রান্ত কয়েক দশকের পুরনো সমস্যা আগামী তিন মাসের মধ্যে সমাধান করবে। প্রযুক্তি সংক্রান্ত দল এবং সংশ্লিষ্ট কাজের জন্য যুক্ত নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বিশদ আলোচনার পর আগামী তিন মাসের মধ্যে এই অমীমাংসিত সমস্যাটি সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই রকমের ভোটার সচিত্র পরিচয়পত্র নম্বর রয়েছে, এরকম ভোটারদের একটি জাতীয় ভোটার ফটো আইডি নম্বর দেওয়া হবে।
ভোটদাতারা এই পরিচয়পত্রের মাধ্যমে যে ভোটকেন্দ্রের ভোটার তালিকায় যুক্ত থাকবেন, তাঁরা কেবল ওই নির্দিষ্ট ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন। ভারতে ভোটার তালিকা সারা বিশ্বের ভোটদাতাদের বৃহত্তম তথ্যভাণ্ডার। এখানে ৯৯ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার রয়েছে।