একই ব্যক্তির দুটি ভোটার পরিচয় পত্র থাকার কারণে নির্বাচন কমিশন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। তেজস্বী যাদব গত ২ অগাস্ট পাটনায় সাংবাদিকদের সামনে তাঁর সচিত্র ভোটার পরিচয় পত্র দেখান। সেই পরিচয় পত্রটির ব্যাপারে খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। বিহার বিধানসভার বিরোধী দল নেতার ভোটার পরিচয় পত্রের ব্যাপারে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকদের দেখানো পরিচয় পত্রটি নির্বাচন কমিশন থেকে ইস্যু করা হয়নি। তাঁর বিরুদ্ধে দুটো কার্ড থাকার অভিযোগে গত ৩ অগাস্ট তেজস্বী যাদবের কাছে ভোটার তালিকা নথিভুক্তিকরণ দপ্তরের পক্ষ একটি চিঠি পাঠানো হয় তাঁর ভোটার পরিচয় পত্র প্রকাশ করার জন্য। এখনো পর্যন্ত রাষ্ট্রীয় জনতা দলের তরফ থেকে এই অভিযোগের ব্যাপারে কোনও কথা বলা হয়নি। তেজস্বী যাদব অবশ্য বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনের কাজে তাঁর দল যে প্রশ্ন তুলেছে, সেগুলোর জবাব আগে দিতে হবে।
Site Admin | August 7, 2025 8:59 AM
একই ব্যক্তির দুটি ভোটার পরিচয় পত্র থাকার কারণে নির্বাচন কমিশন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
