মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 19, 2025 12:53 PM

printer

এআই মিশনের অংশ হিসেবে সরকার দেশব্যাপী ৫০০ টিরও বেশি ডেটা ল্যাব স্থাপন করবে বলে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন

এআই মিশনের অংশ হিসেবে সরকার দেশব্যাপী ৫০০ টিরও বেশি ডেটা ল্যাব স্থাপন করবে বলে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। ২০২৬ সালের এআই ইমপ্যাক্ট সামিটের আগে বৃহৎকারে ভাষা মডেল, এলএলএম তৈরির জন্য টেক মাহিন্দ্রা, ফ্র্যাক্টাল অ্যানালিটিক্স এবং আইআইটি বোম্বে কনসোর্টিয়াম, ভারতজেন সহ আটটি নতুন কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে। সরকার, ১ লক্ষ কোটি প্যারামিটার সহ একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মোড, এলএলএম তৈরির জন্য আইআইটি বোম্বের নেতৃত্বে কনসোর্টিয়ামকে প্রায় ৯৯৮ কোটি টাকা বরাদ্দ করেছে। ইন্ডিয়া এআই মিশনের অধীনে এই টাকা দেওয়া হবে। পাশাপাশি, সমগ্র মিশনকে বাস্তবায়িত করতে চলতি বছরের শুরুতে ১০ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দেরও অনুমোদন দিয়েছে সরকার।