October 21, 2025 6:37 PM

printer

ঋষভ পন্থ,  দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে দুটি  চারদিনের ম্যাচের ক্রিকেট  সিরিজে ভারতীয় এ দলের নেতৃত্ব দেবেন।

ঋষভ পন্থ,  দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে দুটি  চারদিনের ম্যাচের ক্রিকেট  সিরিজে ভারতীয় এ দলের নেতৃত্ব দেবেন। সহ অধিনায়ক হয়েছেন সাই সুদর্শন। চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন ঋষভ। ২৭ জুলাই শেষ বার মাঠে নেমেছিলেন তিনি। বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ দ্বিতীয় ম্যাচে দলে আছেন। দলে জায়গা পাননি মহম্মদ শামি।

বেঙ্গালরুতে সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলবে ভারত  এ দল।

প্রথম ম্যাচ শুরু ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ ৬ নভেম্বর। তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুই টেস্টের সিরিজ় রয়েছে। প্রথম টেস্ট শুরু হবে ইডেন গার্ডেনসে ১৪ই নভেম্বর।  দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে শুরু হবে ২২শে নভেম্বর।টেস্ট সিরিজ়ের আগে ক্রিকেটারদের দেখে নিতে চান নির্বাচকেরা।

প্রথম ম্যাচে ভারতীয় ‘এ’ দল—  আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।

দ্বিতীয় ম্যাচে ভারতীয় ‘এ’ দল— লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।