মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 2, 2025 11:20 AM

printer

উৎসবের সময় দেশের ৭৩ টি ভীড়প্রবন প্রধান স্টেশনগুলিতে, ভীড় সরানোর জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য উচ্চ পর্যায়ের একজন আধিকারিক থাকবেন

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, উৎসবের সময় দেশের ৭৩ টি ভীড়প্রবন প্রধান স্টেশনগুলিতে, ভীড় সরানোর জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত বা অন দ্য স্পট ডিকঞ্জেস্টিং ডিসিশন গ্রহণের জন্য উচ্চ পর্যায়ের একজন আধিকারিক থাকবেন। রাজ্যসভায় গতকাল এক লিখিত জবাবে শ্রী বৈষ্ণো বলেন, ভীড় মীকাবিলা ব্যবস্থাপনার অধীনে আরো চওড়া ফুটব্রীজ ও স্টেশন চত্বরের বাইরে পার্মানেন্ট হোল্ডিং এরিয়া নির্মাণ করা হবে। ৫ টি স্টেশনে এ ধরণের পার্মানেন্ট হোল্ডিং এরিয়া গঠনের জন্য পাইলট প্রজেক্টে কাজ চলেছে। বড় স্টেশনগুলিতে সিসিটিভির মাধ্যমে নজরদারী, ওয়াকি টকি, ঘোষনার ব্যবস্থা এবং ওয়ার রুম তৈরী করা হচ্ছে। কনফার্ম টিকিট রয়েছে এমন যাত্রীদেরই শুধুমাত্র স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিট বিহীন এবং ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা প্ল্যাটফর্মে ট্রেন না ঢোকা পর্যন্ত বাইরের ওয়েটিং রুমে অপেক্ষা করবেন বলেও মন্ত্রী জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।