November 10, 2025 9:55 PM

printer

উৎসবের রেশ কাটতেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগজনক হয়ে উঠেছে।

উৎসবের রেশ কাটতেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বমুখী হার উদ্বেগজনক হয়ে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, অক্টোবরের শেষ দুই সপ্তাহে নতুন করে ১ হাজার ৬৩২ জনের শরীরে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব মিলেছে । গোটা অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার ২-শো জন।

চলতি বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৫০৩। পতঙ্গবিদদের মতে, দুর্গাপুজো ও কালীপুজোর সময়ে খোলা মণ্ডপ, জমে থাকা জল এবং অপর্যাপ্ত স্যানিটেশনই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডেঙ্গু সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে আক্রান্ত ২,৩২৬ জন। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ, ওই জেলাতেও আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে নজরদারি, ফগিং এবং সচেতনতামূলক প্রচার আরও জোরদার করা হয়েছে। বিশেষত যেখানে সংক্রমণ বেশি, সেইসব ব্লকে অতিরিক্ত স্বাস্থ্যকর্মী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।