উৎসবের মরসুমে বিমান ভাড়ার কমা-বাড়া নিয়ে অসামরিক উড়ান দফতরের মহানির্দেশক – DGCA আজ পর্যালোচনা করেছে। কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রকের নির্দেশে ডি জি সি এ উৎসব মরসুমে যাতে অযথা বিমান ভাড়া না বাড়ে তার ওপর নজরদারি চালায়। বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে কথা বলে উৎসব মরসুমে চাহিদা মেটাতে অতিরিক্ত উড়ান চালুর জন্য এই সংস্থা নির্দেশ দিয়েছে।
এর জবাবে, ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, তারা ইতোমধ্যেই ৪২টি সেক্টরে অতিরিক্ত ৭৩০টি উড়ান চালানোর ব্যবস্থা করেছে। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া ২০টি সেক্টরে ৪৬৬ টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৩৮টি সেক্টরে ৫৪৬টি অতিরিক্ত উড়ান চালাবে বলে জানিয়েছে। উৎসবের মরসুমে যাত্রীদের স্বার্থ সুরক্ষায় ডি জি সি এ-কে কড়া নজরদারি চালানোর জন্য অসামরিক উড়ান মন্ত্রক নির্দেশ দিয়েছে।