September 14, 2025 9:58 AM

printer

উৎসবের মরশুমে দুর্ঘটনা রোধে রাজ্য সরকার বিভিন্ন ভবন ও আবাসনের ছাদের অনিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যবহার রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে

উৎসবের মরশুমে দুর্ঘটনা রোধে রাজ্য সরকার বিভিন্ন ভবন ও আবাসনের ছাদের অনিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যবহার রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে। কলকাতা পুরসভা বাদে রাজ্যের সমস্ত পুরসভার জন্যই এই নিয়ম কার্যকর হবে। রাজ্যের পুর ও  নগরোন্নয়ন  দফতরের  তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, আবাসিক বা অনাবাসিক—যে কোনও ভবনের ছাদে নতুন কাঠামো গড়ে তোলা যাবে না। আবাসিক ভবনের ছাদে চলা ব্যবসাও অবিলম্বে বন্ধ করতে হবে। আগের দেওয়া সমস্ত লাইসেন্স বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ছাদে অস্থায়ী বা স্থায়ী ছাউনি দেওয়া, দাহ্য আসবাব রাখা, খোলা আগুনে রান্না নিষিদ্ধ করা হয়েছে। প্রতি ১০০ বর্গমিটারে দু’টি ফায়ার এক্সটিঙ্গুইশার রাখা এবং কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ফায়ার সেফটি অডিট করানো বাধ্যতামূলক।