December 29, 2025 2:43 PM

printer

উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ আজ পুদুচেরীর কুমারাগুরুপল্লমে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আবাসনের সুবিধাপ্রাপকদের হাতে বাড়ির চাবি তুলে দেন

উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ আজ পুদুচেরীর কুমারাগুরুপল্লমে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আবাসনের সুবিধাপ্রাপকদের হাতে বাড়ির চাবি তুলে দেন। উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর এই প্রথম শ্রী রাধাকৃষ্ণাণ ওই কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছলে উপ-রাজ্যপাল কে কৈলাশ নাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গা্স্বামীবিধানসভার অধ্যক্ষ আর সেলভাম, মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিধায়করা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজকের অনুষ্ঠানে শান্থি, জয়ন্তী, লক্সমী, আম্মু এবংমণিমেখালাই-এর বস্তির বাসিন্দারা উপরাষ্ট্রপতির হাত খেকে আবাসনের চাবি গ্রহণ করেন।অনুষ্ঠানে উপ-রাজ্যপাল কে কৈলাশ নাথন এবং মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী ভাষণ দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।