উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ সেশেলস সফর সেরে আজ সকালে কোয়েম্বাটুরে ফিরেছেন। তিনি সেশেলস এর নবনির্বাচিত রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হার্মিনীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে যে সফরকালে উপ-রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হার্মিনীর এবং উপ-রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিল্লের সঙ্গে দেখা করেন। তিনি পারস্পরিক ও সামগ্রিক অগ্রগতির জন্য অঞ্চলসমূহের সুরক্ষা ও বৃদ্ধি -”মহাসাগর “ দৃষ্টিভঙ্গির অধীনে সেশেলসের সঙ্গে ভারতের সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরেন এবং গ্লোবাল সাউথের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় ভারত ও সেশেলসের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার কথা হয়। সফরকালে, উপ-রাষ্ট্রপতি মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলামের সঙ্গেও দেখা করেন। সেশেলসের প্রবাসী ভারতীয়দের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণে শ্রী রাধাকৃষ্ণণ দু’দেশের মধ্যে সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক গভীর করার ক্ষেত্রে তাঁদের অবদানের প্রশংসা করেন। বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে যে ভারত সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত এবং মজবুত করার জন্য রাষ্ট্রপতি ডঃ প্যাট্রিক হারমিনির নেতৃত্বে সেশেলসের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।