উপ-রাষ্ট্রপতি, সি পি রাধাকৃষ্ণণ আজ এক দিনের বিহার সফর করবেন। সফরকালে, উপ-রাষ্ট্রপতি লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁর পৈতৃক গ্রাম সীতব দিয়ারায় শ্রদ্ধা জানাবেন। তিনি লোকনায়কের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। জয়প্রকাশ নারায়ণের স্ত্রীর নামাঙ্কিত প্রভাবতী পুস্তকালয়ও পরিদর্শন করবেন উপরাষ্ট্রপতি ।
Site Admin | October 11, 2025 12:01 PM
উপ-রাষ্ট্রপতি, সি পি রাধাকৃষ্ণণ আজ এক দিনের বিহার সফর করবেন