উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণণ গতকাল তামিলনাড়ুর মাদুরাইয়ে মীনাক্ষী মন্দির পরিদর্শন করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং সাংসদ কানিমোঢ়ির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
স্বাধীনতা সংগ্রামী পোসুম্পন মুথুরামালিঙ্গর জয়ন্তী উপলক্ষে শ্রী রাধাকৃষ্ণণ আজ রামানাথপুরম জেলার পোসুম্পন সফর করবেন।