উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ বিহারের সারন জেলায় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পৈতৃক গ্রাম সীতব দিয়ারায় যান। সেখানে তিনি সম্পূর্ণ ক্রান্তি আন্দোলনের মহান নেতার ১২৩ তম জন্মবার্ষিকীতে তাঁর পরি শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপরাষ্ট্রপতি। সীতব দিয়ারায় জয় প্রভা স্মৃতি ভবনে একটি প্রদর্শনীতে জয়প্রকাশ নারায়ণ ও তাঁর স্ত্রী প্রভাবতী দেবীর স্মারকগুলো দেখেন তিনি। এরপর তিনি প্রভাবতী স্মৃতি পাঠাগারেও যান।
Site Admin | October 11, 2025 5:12 PM
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ বিহারের সারন জেলায় লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের পৈতৃক গ্রাম সীতব দিয়ারায় যান।