উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বলেছেন যে কাশী এবং তামিলনাড়ুর মধ্যে সম্পর্ক কেবল ঐতিহাসিক নয়, বরং এটি একটি গভীর সভ্যতাগত ও আধ্যাত্মিক ধারাবাহিকতা যা হাজার হাজার বছর ধরে ভারতকে একত্রিত করেছে। তিনি উল্লেখ করেন যে এই ধরনের আদান-প্রদান ভারতের অভিন্ন ঐতিহ্যকে পুনঃনিশ্চিত করে এবং জাতীয় সংহতির অনুভূতিকে আরও গভীর করে। তিনি রামেশ্বরমে অনুষ্ঠিত কাশী তামিল সঙ্গম চতুর্থ পর্যায়ের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
মহাকবি সুব্রহ্মণ্যম ভারতীকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন যে কাশী তামিল সঙ্গম একটি ঐক্যবদ্ধ, সংহত এবং আত্মবিশ্বাসী ভারত সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে আজ ভারতীর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে, কাশী তামিল সঙ্গমের মতো একটি মিলনমেলার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের অভিন্ন ঐতিহ্য উদযাপন, আমাদের বৌদ্ধিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি গর্ববোধ জাগিয়ে তোলা এবং জাতীয় সংহতি ও ঐক্যকে শক্তিশালী করার বীজ বপন করেছেন। তিনি আরও বলেন যে, কাশীর তীর থেকে শুরু হয়ে রামেশ্বরমের উপকূলে সমাপ্ত হওয়া কাশী তামিল সঙ্গম ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে শক্তিশালী করেছে এবং আমাদের মানুষ, সংস্কৃতি ও শত শত বছরের পুরনো সম্পর্ককে আরও কাছাকাছি এনেছে।