উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বলেছেন, পুদুচেরি শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের কাছে শুধু দেশের প্রাচীন সভ্যতা নয়, বরং চিরন্তন মূল্যবোধও পৌঁছে দিয়েছে। উপরাষ্ট্রপতি হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চলে তাঁর প্রথম সফরের সময় পুদুচেরিতে ভাষণ দিতে গিয়ে তিনি এ-কথা বলেন।
উপরাষ্ট্রপতি বলেন, পুদুচেরি তার সাংস্কৃতিক ঐতিহ্যকে সযত্নে সংরক্ষণ করেছে। তিনি বলেন, সুব্রহ্মণ্য ভারতী, ভি.ভি.এস. আইয়ার এবং ভারতীদাসনের মতো বিশিষ্ট কবি ও চিন্তাবিদরা এই ভূমিতেই তামিল ভাষাকে জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত করেছিলেন।
পুদুচেরির উন্নয়নে কেন্দ্রের প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিল ভাষা, তামিলনাডু এবং পুদুচেরির প্রতি গভীর ভালোবাসার কারণে স্মার্ট সিটি মিশনের অধীনে এই অঞ্চলগুলি বিপুল সংখ্যক প্রকল্পের সুবিধা পেয়েছে। উপ-রাষ্ট্রপতি আজ পুদুচেরীর কুমারাগুরুপল্লমে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় আবাসনের সুবিধাপ্রাপকদের হাতে বাড়ির চাবি তুলে দেন। আজকের অনুষ্ঠানে শাস্থি, জয়ন্তী, লক্সমী, আম্মু এবং মণিমেখালাই-এর বস্তির বাসিন্দারা উপরাষ্ট্রপতির হাত থেকে আবাসনের চাবি গ্রহণ করেন। অনুষ্ঠানে উপ-রাজ্যপাল কে কৈলাশ নাথন এবং মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ভাষণ দেন।
এর আগে, সকালে উপরাষ্ট্রপতি পুদুচেরি পৌঁছলে উপ-রাজ্যপাল কে কৈলাশ নাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী বিধানসভার অধ্যক্ষ আর সেলভাম, মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও বিধায়করা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।