উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লীতে পণ্ডিত মদন মোহন মালব্যর রচনাবলীর দ্বিতীয় তথা শেষ খণ্ড “মহানামা বাঙ্ময়” প্রকাশ করেছেন। এই উপলক্ষ্যে এক ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, এই গ্রন্থ ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি এবং দেশের সাংস্কৃতিক নবজাগরণের সাক্ষ্য বহন করছে।
তিনি বলেন, পণ্ডিত মদন মোহন মালব্যের মূল্যবোধ ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে প্রতিফলিত হয়েছে; যার উদ্দেশ্য হল আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা।