উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ বলেছেন, একে অন্যের সাহিত্য বোঝার চেষ্টা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের পথকে সুগম করবে ও এক ধর্মকে জাতির ঐক্যের সহায়ক বলে অভিহিত করেছেন। পাটনায় গতকাল উন্মেষ-আন্তর্জাতিক সাহিত্য উৎসবের তৃতীয় সংস্করণের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিয়ে বলেন, ইউরোপীয় রাষ্ট্রনেতৃত্বদের কাছে তিনি ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সহ ভারতের এক ধর্ম ভাবনা তুলে ধরেন। তিনি নালন্দা ও বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরে বলেন, বিহার এক বিশেষ বৌদ্ধিক কেন্দ্র ও বিশ্বের প্রাচীন শিক্ষাকেন্দ্রগুলি এখানেই ছিল।
এই অনুষ্ঠান সেপ্টেম্বরের ২৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলে। এই সাহিত্য উৎসবে ১৫ টি দেশের কবি সহ ১০০রও বেশি ভাষার লেখক, গবেষক, প্রকাশক উপস্থিত ছিলেন।