January 2, 2026 7:27 PM

printer

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ বলেছেন,ভারত ২০৪৭ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

 
উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ বলেছেন,ভারত ২০৪৭ সালের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।তিনি আজ চেন্নাইয়ের ডক্টর এম জি আর এডুকেশন অ্যান্ড রিসার্চইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ভাষণে এ-কথা উল্লেখ ক’রে বলেন, ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভ সমাপ্ত হলেও শিক্ষার্থীদের জীবনে ক্রমাগত পাঠগ্রহণের পরামর্শ দেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন,প্রযুক্তি দেশে অনেক পরিবর্তন এনেছে এবং শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের উন্নততর করে তোলা উচিৎ।
 
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।