মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 3, 2025 11:31 AM

printer

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ দুদিনের কেরালা সফরে থিরুভনন্তপুরমে পৌঁছবেন।

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ দুদিনের কেরালা সফরে থিরুভনন্তপুরমে পৌঁছবেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর তার এই প্রথম কেরালা সফর। কোল্লামে ফতিমা মাতা জাতীয় মহাবিদ্যালয়ের হীরক জয়ন্তী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। কোল্লামের Indian Coir Exporters Association এর সদস্যদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। আগামীকাল থিরুভনন্তপুরমে উপরাষ্ট্রপতি শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্সেস এ্যান্ড টেকনোলজি পরিদর্শনে যাবেন।