মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 26, 2025 9:38 AM

printer

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ দুদিনের সফরে আজ সেসেলস যাচ্ছেন।

উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ দুদিনের সফরে আজ সেসেলস যাচ্ছেন।

সে‌ দেশের নির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হেরমিনির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে উপরাষ্ট্রপতি ভারতের প্রতিনিধি হিসেবে ডক্টর হেরমিনিকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। উপরাষ্ট্রপতির এই সফর দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ, দীর্ঘমেয়াদি সময়ের বিচারে উত্তীর্ণ চুক্তিগুলি পর্যালোচনা করার সুযোগ তৈরি হবে।

   উল্লেখ্য, ভারতের ভিশন মহাসাগর কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশীদার হল সেশেলস। সেশেলসের সঙ্গে সম্পর্ক আরও প্রসারিত ও শক্তিশালী করার ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতাকে আরো মজবুত করবে উপরাষ্ট্রপতির এই সফর।