উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ আর কিছুক্ষনের মধ্যেই ভোট নেওয়া হবে। ভোট গ্রহণ শুরু সকাল ১০ টায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে আজই সন্ধ্যা ৬ টা থেকে হবে গণনা। এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ।
উল্লেখ্য, NDA জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল CP রাধাকৃষ্ণানকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে, বিরোধী I-N-D-I-A জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। সংসদের উভয়কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন।
আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয়। প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক। ইলেকটোরাল কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ীই ভোট দিতে পারেন, এ জন্যে তাদের কোন দলীয় হুইপ মানা বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা ৫৪২ এবং রাজ্যসভায় ২৩৯ জন সদস্য রয়েছেন। দুই মিলিয়ে ৭৮১ জন সদস্যরে মধ্য থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য ৩৯১ জনের সমর্থন প্রয়োজন।
নতুন সংসদভবনে এই প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে।
গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই ভোটগ্রহনের প্রয়োজন দেখা দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী CP রাধাকৃষ্ণানকে সমর্থন করার জন্য অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে শ্রী রাধাকৃষ্ণান তাঁর দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জনগণ আশাবাদী।