উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ আজ বিভিন্ন দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বিরোধী দলগুলির নেতাদের সঙ্গেও তাঁর কথা হবে। উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রাজ্যসভার বিভিন্ন দলের সদস্যদের সঙ্গে এটিই হতে চলেছে তাঁর প্রথম বৈঠক। আগামী মাস থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে পারে। তার আগে উপরাষ্ট্রপতির এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যসভা যাতে মসৃণ ভাবে চলে তার জন্য সরকার ও বিরোধী পক্ষের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন শ্রী রাধাকৃষ্ণণ।
Site Admin | October 7, 2025 10:22 AM
উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ আজ বিভিন্ন দলের রাজ্যসভার নেতাদের সঙ্গে বৈঠক করবেন।