বর্তমান সংকটকালীন বিশ্বে স্থিতিশীল অর্থনীতি ও বিশ্ব মূল্য শৃঙ্খলে বিশ্বাসযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারত সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নতুন দিল্লীতে, সুস্থায়ী উন্নয়ন সংক্রান্ত উৎকর্ষ কেন্দ্র(CII-ITC)র এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্ব বর্তমানে এক অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং তা কমার কোনও আভাস পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মাঝেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অবস্থান জোরালো করেছে। সুস্থায়ী উন্নয়নে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে উপরাষ্ট্রপতি বলেন, ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ও এখানে বিশ্বের প্রায় ছ ভাগের এক ভাগ মানুষ বসবাস করেন, যারা সারাবিশ্বের সুস্থায়ী উন্নয়ন পরিকল্পনাকে সামনে থেকে নেতৃত্ব দেন। পুনর্নবীকরণ যোগ্য শক্তি, পরিবেশবান্ধব হাইড্রোজেনের উপর ভারতের বিনিয়োগ, সবুজ বিপ্লবের ঐতিহ্যকেই তুলে ধরে বলে তিনি জানান। শ্রী ধনখড় জানান, ভারত সরকার, সরকার কেন্দ্রিক মানসিকতা থেকে সরে এসে, জনগণ কেন্দ্রিক মানসিকতায় কাজ করায় বিশ্বাসী। উপ রাষ্ট্রীয় ও স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ, বেসরকারি ক্ষেত্র ও গোষ্ঠী প্রত্যেকেই উন্নয়নের পথে অন্যতম সহায়ক। গুণমান, ভরসা, উদ্ভাবন ও সনাতন জ্ঞান, এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে “ব্র্যান্ড ভারত” গড়ে তোলার কথা বলেন।
Site Admin | July 11, 2025 7:29 AM
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বর্তমান সংকটকালীন বিশ্বে স্থিতিশীল অর্থনীতি ও গ্লোবাল ভ্যালু চেনে, বিশ্বাসযোগ্য বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারত, সঠিক পথে এগোচ্ছে।
