উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুল ভাবে সন্ত্রাসবাদে আঘাত হেনে ভারত, বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে, পাশাপাশি তুলে ধরেছে শান্তি সম্পর্কে ধ্যান ধারণা। তিনি বলেন, সন্ত্রাসবাদ এখন আর কোনো একটি দেশের উদ্বেগের বিষয় নয়, এটি সারা বিশ্বের নিরাপত্তার ক্ষেত্রে বড় বিপদ। জয়পুরে ভায়রোঁ সিং শেখাওয়াত স্মৃতি পুস্তকালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, ভারত এই প্রথম আন্তর্জাতিক সীমানা বরাবর জৈশ-ই- মহম্মদ ও লস্কর-ই-তৈবার ঘাঁটিগুলিতে নির্ভুল ভাবে আঘাত হেনেছে, এবং বিশ্ব এনিয়ে কোনও প্রমাণ চায় নি। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সামরিক শক্তির সাফল্যই শুধু নয় প্রমাণিত হয়েছে কূটনৈতিক জয়।
Site Admin | May 16, 2025 10:58 AM
উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নির্ভুল ভাবে সন্ত্রাসবাদে আঘাত হেনে ভারত, বিশ্বে সন্ত্রাস দমনের নতুন মানদণ্ড তৈরি করেছে, পাশাপাশি তুলে ধরেছে শান্তি সম্পর্কে ধ্যান ধারণা।