December 27, 2025 6:24 PM

printer

উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে জাতীয় উপভোক্তা হেল্পলাইনে অভিযোগের ভিত্তিতে ৩১টি খাতে ৪৫ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে।

উপভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে জাতীয় উপভোক্তা হেল্পলাইনে অভিযোগের ভিত্তিতে ৩১টি খাতে ৪৫ কোটি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। উপভোক্তা বিষয়কখাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছেএই হেল্পলাইনের মাধ্যমে গত আট মাসে ৬৭ হাজারেরও বেশি উপভোক্তার অভিযোগ নিষ্পত্তি হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যেই-কমার্স ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ এবং অর্থ ফেরতের ঘটনা ঘটেছে। ৩৯ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়ে ই-কমার্স সংস্থা গুলির বিরুদ্ধে, যার ফলে ৩২ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। উল্লেখ্য, গ্রাহকরা টোল-ফ্রি নম্বর ১৯১৫ ডায়াল করে ১৭টি ভাষায় তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।