উন্নাও ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবেনা কুলদীপকে নির্দেশ শীর্ষ আদালতের।
শীর্ষ আদালতের শীতকালীন অবকাশকালীন তিন বিচারপতি প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চ এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতার পাশাপাশি কুলদীপের আইনজীবীর বক্তব্যও শোনেন।
সেই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, একজন গণধর্ষণে অভিযুক্তকে যখন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তখন অভিযুক্তের বক্তব্য না শুনে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া সহজ বিষয় নয়। বিশেষত এই মামলার ক্ষেত্রে আলাদা অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সেই জন্য আদালত আপাতত দিল্লি হাইকোর্টের ২৩ ডিসেম্বরের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করছে। চার সপ্তাহের মধ্যে অভিযুক্তকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য দিল্লি হাইকোর্ট কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল গত ২৩ ডিসেম্বর। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।