উদ্ভাবন ও অর্থনৈতিক বিকাশে উল্লেখযোগ্য অবদানের জন্য জোয়েল মক ইয়ার, ফিলিপ আঘিয়ান এবং পিটার হাউইট, এবছর অর্থনীতিতে নোবেল পাচ্ছেন। নোবেল কমিটি জানিয়েছে, প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সুসংহত উন্নয়নের পূর্ব শর্তগুলি চিহ্নিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জোয়েল মক ইয়ার । অন্যদিকে ফিলিপ আঘিয়ান এবং পিটার হাউইট, ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টি অর্থাৎ সৃজনশীল ধ্বংস বা ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন’-এর মধ্য দিয়ে সুসংহত বৃদ্ধির তত্ত্বের ওপর কাজ করেছেন।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ডাচ, ইজরায়েলী, আমেরিকান অর্থনৈতিক ইতিহাসবিদ জোয়েল মক ইয়ার, থমকে যাওয়া থেকে অর্থনৈতিক বৃদ্ধির স্বনির্ভতার দিকে সমাজ কিভাবে এগোবে, তা’ বোঝার জন্য ঐতিহাসিক তথ্য প্রমাণ কাজে লাগিয়েছেন। কলেজ দ্য ফ্রান্স-এর ফিলিপ আঘিয়ান এবং ব্রাউন বিশ্ব বিদ্যালয়ের পিটার হাউইট, ‘ক্রিয়েটিভ ডেস্ট্রাকশন’-এর এই তত্ত্বের জন্য নোবেল পাচ্ছেন। ১৯৯২ সালে প্রকাশিত এই গবেষণা পত্রে কিভাবে পুরোনো প্রযুক্তি ও পণ্যকে সরিয়ে নতুন উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধির চক্র সম্পূর্ণ হচ্ছে, তা’ দেখানো হয়েছে।