উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ২° সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে যা ৩ দশমিক ৭ ডিগ্রি কম। গত এক দশকে জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কলকাতায় এই তাপমাত্রা সব থেকে কম। এর আগে ২০১৮ সালে ডিসেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাত ডিগ্রী কম, ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা কম হওয়ার নিরিখেও এটিও এক রেকর্ড। চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় বার সর্বোচ্চ তাপমাত্রা এতটা নীচে নামলো। এর আগে গত ২৯ শে ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ২ ডিগ্রি কম।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা, স্বাভাবিকের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি এবং উত্তরবঙ্গে চার থেকে ছয় ডিগ্রি কম থাকতে পারে।
দার্জিলিংয়ে আজ ও আগামীকাল হালকা বৃষ্টি ও তুষারপাত এবং কালিম্পং-এ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উল্লেখ্য, গতকালই দার্জিলিং পাহাড়ী এলাকায় তাপমাত্রা নেমে যায় দেড় ডিগ্রী সেলসিয়াসে, যা ওই এলাকায় এই মরশুমের সব থেকে কম।