December 20, 2025 6:38 PM

printer

উত্তুরে বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বড়দিন থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তুরে বাতাসের প্রভাবে আজ সারাদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা বেশি থাকলেও বেলা ১১টা ৩০মিনিট নাগাদ কলকাতায় তাপমাত্রার পারদ গতকালের থেকে ৬ দশমিক ৬ ডিগ্রি নেমে যায়। বেলা ১২:৩০ টায় দমদম বিমানবন্দরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা উল্লেখযোগ্য ভাবে কম। তবে আগামী কয়েক দিন তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও বড়দিন থেকে নূন্যতম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। এদিকে, উত্তর ভারতে বিগত কয়েকদিন ধরে থাকা ঘন কুয়াশা উত্তর দিক থেকে বায়ুপ্রবাহ হওয়ায় আজকের মত আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর  জেলায় কুয়াশার ঘনত্ব বেশি থাকবে।