উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ৭৯ তম স্বাধীনতা দিবসে নো-ম্যানস ল্যান্ড এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ উদযাপন। আয়োজনের মূল দায়িত্বে ছিল সীমান্ত রক্ষী বাহিনী। জাতীয় পতাকা উত্তোলনের পর বিএসএফের জওয়ানদের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দেশপ্রেমের আবহ আরও বাড়িয়ে তোলে “অপারেশন সিঁদুর”–এর ব্যানার, যা শহীদ ও সীমান্তরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক হিসেবে ছিল। এদিন ভারতীয় ঘোজাডাঙ্গা সীমান্তের ১০২ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে ও শুল্ক দপ্তরের পক্ষ থেকে বাংলাদেশের বর্ডার গার্ড ও বাংলাদেশের শুল্ক দপ্তরের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। অন্যদিকে গেদে জিরো পয়েন্টে বিএসএফের পদস্থ কর্তা করণ সিং বাংলাদেশ বর্ডার গার্ডের মোহাম্মদ আহাদ-এর হাতে মিষ্টি তুলে দেন। রাজাপুর সীমান্তেও বাংলাদেশ বর্ডার গার্ডেকে মিষ্টি তুলে দেয় বিএসএফ। যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করে।
Site Admin | August 15, 2025 2:02 PM
উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে ৭৯ তম স্বাধীনতা দিবসে নো-ম্যানস ল্যান্ড এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ উদযাপন
