মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 15, 2025 1:59 PM

printer

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে নতুন পার্কিং ও কলকাতা-ঢাকা নতুন বাসের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দরে নতুন পার্কিং ও কলকাতা-ঢাকা নতুন বাসের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ভারত বাংলাদেশ “সৌহার্দ্য যাত্রা” নামে নতুন বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে শ্রী ঠাকুর বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। পাশাপাশি নবনির্মিত আধুনিক পার্কিং উদ্বোধনে আগত পণ্যবাহী ট্রাক ও বাসের জন্য আরও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থার সুযোগ তৈরি হল বলেই জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন শান্তনু ঠাকুর। অনুষ্ঠানে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক, বিএসএফ ও অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।