October 21, 2025 12:23 PM

printer

উত্তর ২৪ পরগনার ঈশ্বরীপুরে আজ ভোরে একটি রং-এর কারখানায় আগুন লাগে

উত্তর ২৪ পরগনার খড়দা থানার ঈশ্বরীপুরে আজ ভোরে একটি রং-এর কারখানায় আগুন লাগে। স্হানীয় বাসিন্দারা হঠাৎই ওই কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুন ছড়িয়েছে পাশের কয়েকটি কারখানাতেও। শোনা গেছে বিস্ফোরণের শব্দও।

দমকলের ২০-টি ইঞ্জিন ঘটনাস্হলে রয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর নেই। কারখানার ভেতরে প্রচুর রাসায়নিক দ্রব্য মজুত ছিল বলে জানা গেছে। শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকান্ড বলে প্রাথমিক অনুমান।