উত্তর ২৪ পরগণায় বাসন্তী হাইওয়ের মিনাখাঁর মালঞ্চ নেপাল মোড়ের কাছে আজ সকালে এক পথ দুর্ঘটনায় দু জনের মৃত্যু হয়েছে। এরা হলেন বছর ৫৫-র নাসিরুদ্দিন ও বছর ৫০-এর জুলফিকার মোল্লা। আহত আরও দু জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, সরবেড়িয়া থেকে আসা একটি যাত্রীবাহী বাস নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভ্যান, সাইকেল ও মোটরবাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন প্রাণ হারান। নিহতরা মোটর সাইকেলের আরোহী এবং ইঞ্জিন ভ্যানের চালক বলে জানা গেছে। বাসটিকে আটক ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। তারা দুর্ঘটনা প্রবণ ঐ এলাকায় সিভিক ভলেন্টিয়ার দেওয়ার দাবি জানিয়েছেন।