মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 25, 2025 7:40 AM

printer

উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনীভাবে এদেশে ঢোকার সময় মহম্মদ আরিফুজ্জামান নামে এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএফ-এর হাতে ধরা পড়েছে।

উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট দিয়ে বেআইনীভাবে এদেশে ঢোকার সময় মহম্মদ আরিফুজ্জামান নামে এক উচ্চপদস্থ আধিকারিক বিএসএফ-এর হাতে ধরা পড়েছে। হাসিনা সরকারের আমলে সেনাবাহিনীর সচিব আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের এসিপির দায়িত্বে ছিলেন বলে  জানা গেছে। ইউনুস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর তিনি সাতক্ষীরা জেলায় আত্মগোপন করেছিলেন। বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাকে আটক করে শনিবার রাতে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। তার কাছ থেকে বেশ কিছু নথিপত্রও পাওয়া গেছে। বাংলাদেশ হাইকমিশনকেও বিষয়টি অবহিত করা হয়েছে। বসিরহাট আদালতে গতকাল তাকে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।