মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 25, 2025 6:59 PM

printer

উত্তর সিকিমের লাচেন চুংথাং রোডের মুন্সিথাং এবং লাচুং চুংথাং রোডের লেমা ও বব এলাকায় ব্যাপক ভূমিধ্বসের খবর পাওয়া গেছে।

উত্তর সিকিমের লাচেন চুংথাং রোডের মুন্সিথাং এবং লাচুং চুংথাং রোডের লেমা ও বব এলাকায় ব্যাপক ভূমিধ্বসের খবর পাওয়া গেছে। উত্তর সিকিমের বিস্তীর্ণ অংশে লাগাতার বৃষ্টি পাই হয়েই চলেছে। চুংথাং পর্যন্ত রাস্তা আপাতত খোলা। তারপর বন্ধ রয়েছে তবে প্রবল বৃষ্টির কারণে রাতে গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না।

এদিকে, এই পরিস্থিতির প্রেক্ষিতে আজ উত্তর সিকিম যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। আগে থেকে ইস্যু করা পারমিটও বাতিল করা হয়েছে। পর্যটকদের এ ব্যাপারে অবগত করানোর জন্য ট্যুর অপারেটরদের নির্দেশ দিয়েছে প্রশাসন।

মাঙ্গানের জেলা শাসক অনন্ত জৈন আকাশবানীর সংবাদদাতাকে জানিয়েছেন, চুংথাং থেকে গ্যাঙটকের রাস্তা খোলা থাকায় যারা গতকাল লাচুং বা লাচেন গেছেন, তাঁরা গ্যাংটক ফিরে আসতে পারবেন। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ চলছে। বিকল্প রাস্তা তৈরীর কাজও শুরু হয়েছে। বিকল্প পথ ধরে আজকের মধ্যেই আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন