October 5, 2024 9:32 PM

printer

উত্তর লেবাননের ত্রিপোলিতে আজ সকালে  ইসরায়েল আক্রমন চালায়

উত্তর লেবাননের ত্রিপোলিতে আজ সকালে  ইসরায়েল আক্রমন চালায়।  এই প্রথম ত্রিপোলীতে হামলা হল।  অন্যদিকে রাজধানী বেইরুটের শহরতলিতে একের পর এক বোমা হামলার পর  ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নতুনকরে  স্থলপথে অভিযান চালাচ্ছে। ইসরায়েলের বিমান বাহিনী  লেবাননে আক্রমণের তীব্রতা বৃদ্ধি করেছে। সীমান্তবর্তী অঞ্চলের বাইরে সেনা অভিযান শুরু করেছে। হিজবুল্লাহ বাহিনীর গোয়েন্দা সদর দফতরে আক্রমন হয়। লেবানন সরকার জানিয়েছে, সংঘাতময় এই পরিস্থিতিদের ১২ লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।