উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার দু দিন পর দু জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ির পুলিশ সুপার জানিয়েছেন, নাগরাকাটা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হলেও আরো দুজন এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলেছে। ধৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে এখনও পুলিশ কিছু জানায়নি।
উল্লেখ্য, গত সোমবার বিপর্যস্ত এলাকায় ত্রাণ বণ্টনে গিয়ে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ দুষ্কৃতী হামলার মুখে পড়েন। ইটের আঘাতে গুরুতর জখম অবস্থায় শ্রী মুর্মু শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষও। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও সাংসদের ওপর হামলার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে চিকিৎসাধীন নেতার সঙ্গে দেখা করে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। গোটা বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেছেন রাজ্যপালও। বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের ঘটনায় জাতীয় তপশিলি উপজাতি কমিশন রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং জলপাইগুড়ির পুলিশ সুপারকে চিঠি লিখে আজকের মধ্যে ঘটনার বিস্তারিত তথ্য জানিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।